আগের পোস্টে আমরা দেখেছি, Paint কী? এবং Paint কীভাবে চালু করতে হয়? তার পদ্ধতিগুলি। এখন আমরা দেখবো, পেইন্ট উইন্ডোর টাইটেল বার এবং মেনু বার বা রিবন বার সম্পর্কে বিস্তারিত।
Title Bar (টাইটেল বার) : Paint Window-র একদম ওপরে বামদিক থেকে ডানদিকে সাদা রঙের যে বারটি দেখা যায়, সেটিই হল Title Bar (টাইটেল বার)। টাইটেল বারে বেশ কয়েকটি অপশন থাকে।
অপশন গুলির মধ্যে একদম বামদিকে যেটি রয়েছে সেটির নাম Paint Palette (পেইন্ট প্যালেট)। তারপরেই রয়েছে Save Button (সেভ বাটন)। এই সেভ বাটনটি ব্যবহার করে পেইন্ট এ আঁকা কোনো ছবি Save করতে পারি। তারপরে অর্থাৎ Save বাটনের ডানদিকে রয়েছে Undo (আনডু) বাটন, যার সাহায্যে কোনো ছবির শেষে আঁকা অংশটি মুছে ফেলা যায়। Undo-র পরেই ডানদিকে আছে Redo (রিডু) বাটন, এর সাহায্যে কোনো ছবির শেষে মুছে ফেলা অংশটি ফিরিয়ে আনা যায়। পেইন্ট প্যালেটের ডানদিকে এই তিন-চারটি অপশন নিয়ে তৈরি হয় Quick Access Toolbar (কুইক অ্যাক্সেস টুলবার)। তিন-চারটি অপশনের মধ্যে রয়েছে Save, Undo, Redo (ওপরে উল্লেখিত) এবং Customize Quick Access Toolbar. এই Customize Quick Access Toolbar (কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার)-টিতে ক্লিক করে যে Option (অপশন) গুলি পাওয়া যায়, তাতে ক্লিক করলে অপশনগুলির বামদিকে Right চিহ্ন বসে এবং সেগুলি Quick Access Toolbar-এ দেখা যায়।
Quick Access Toolbar-এর ডানদিকে লেখা থাকে ‘Untitled – Paint’, এটি হল Paint Window-এর টাইটেল। কোনো ছবি Save করে দেওয়ার পর ‘Untitled’ লেখাটি উঠে গিয়ে যে নামে সেভ করবো সেই নামটি চলে আসবে।
টাইটেল বারের একদম ডানদিকে তিনটি বাটন থাকে Minimize, Restore Down and Maximize এবং Close বাটন)। Minimize (মিনিমাইজ), যার সাহায্যে উইন্ডোটিকে Task Bar (টাস্ক বার)-এ নামিয়ে রাখা হয়। Restore Down and Maximize (রেস্টর ডাউন এবং মাক্সিমাইজ), যার সাহায্যে উইন্ডোটিকে ছোটো ও বড়ো করা যায়। Close (ক্লোজ) বাটন, যার সাহায্যে উইন্ডোটি বন্ধ করা হয়।
Menu Bar বা Ribbon Bar (মেনু বার বা রিবন বার) : Paint Window-র টাইটেল বারের নীচের বারটির নাম Menu Bar বা Ribbon Bar (মেনু বার বা রিবন বার)। এই বারের বামদিকে File Menu এবং Home ও View নামে দুটি Ribbon (রিবন) থাকে। ডানদিকে থাকে Paint Help নামে একটি অপশন।
File Menu-তে ক্লিক করলে বেশ কিছু অপশন দেখতে পাবো, সেগুলির নাম ও কাজ দেওয়া হল –
New (পেইন্ট-এ নতুন ফাইল তৈরি করতে ব্যবহার করা হয়)।
Open (পেইন্ট-এ পূর্বে তৈরি করা ফাইল ওপেন করতে ব্যবহার করা হয়)।
Save (পেইন্ট-এ নতুন তৈরি করা ছবি সেভ করতে ব্যবহার করা হয়)।
Save As (পেইন্ট-এ পূর্বে তৈরি করে সেভ করে রাখা ফাইল বা ছবি অন্য নামে সেভ করতে ব্যবহার করা হয়)।
এছাড়াও ফাইল মেনুর মধ্যে Print (কোনো ছবি প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়)। From scanner or camera (স্ক্যানার এর সাহায্যে স্ক্যান করে বা ক্যামেরাই তোলা কোনো ছবি পেইন্ট উইন্ডোতে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়)। Send in email (পেইন্ট-এ আঁকা কোনো ছবি ইমেইল করার জন্য ব্যবহার করা হয়)। Set as desktop Background (পেইন্ট-এ আঁকা কোনো ছবি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড-এ দেওয়ার জন্য বা সেট করার জন্য ব্যবহার করা হয়)। Properties (পেইন্ট-এ আঁকা কোনো ছবির বিষয়বস্তু অর্থাৎ ছবি সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য ব্যবহার করা হয়)। About paint (পেইন্ট অ্যাপ্লিকেশান সফটওয়্যার সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য ব্যবহার করা হয়) ও Exit (পেইন্ট উইন্ডো বন্ধ বা Close বা পেইন্ট থেকে বেরিয়ে আসার জন্য ব্যবহার করা হয়)।
পরের পোস্টে আমরা Home এবং View রিবন ট্যাব এর কম্যান্ড গ্রুপ (Command Group) সম্পর্কে। এছাড়াও জেনে নেবো স্ক্রল বার (Scroll Bar) কী?
0 Comments