Paint উইন্ডোর Home ও View রিবন ট্যাবের কম্যান্ড গ্রুপ গুলি সম্পর্কে বিস্তারিত... Scroll Bar কী?

আগের পোস্টে আমরা দেখেছি File Menu পর্যন্ত সমস্ত অপশনগুলি সম্বন্ধে বিস্তারিত। এখন আমরা দেখবো Home এবং View রিবন ট্যাবের Command Group গুলি সম্পর্কে বিস্তারিত...

Home Ribbon : File Menu-র পাশেই থাকে Home রিবন। Home রিবনে ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে Clipboard, Image, Tools, Shapes, Colors কম্যান্ড গ্রুপ (command group) এবং Brushes ও Size অপশন গুলি। এই কম্যান্ড গ্রুপ ও অপশন গুলির মধ্যেই রয়েছে ছবি আঁকার জন্য প্রয়োজনীয় টুলস (Tools) নীচে বিস্তারিত আলোচনা করা হল –

Clipboard Command Group (ক্লিপবোর্ড কম্যান্ড গ্রুপ) : এই কম্যান্ড গ্রুপের মধ্যে রয়েছে Cut, Copy, Paste (কাট, কপি, পেস্ট) অপশন তিনটি। Cut অপশনটি ব্যবহার করে ছবির কোনো অংশ কেটে বাদ দেওয়া যায়। Copy অপশনটি ব্যবহার করে ছবির কোনো অংশকে কপি করা যায়। Paste অপশনটি ব্যবহার করে Cut বা Copy করে নেওয়া অংশকে ছবির যেকোনো জায়গায় পেস্ট করা যায়।

Paint উইন্ডোর Home ও View রিবন ট্যাবের Command Group গুলি সম্পর্কে বিস্তারিত... Scroll Bar কী? || Command Group under Home and View Ribbon Tab. Scroll Bar.

Image Command Group (ইমেজ কম্যান্ড গ্রুপ) : এই কম্যান্ড গ্রুপের মধ্যে Crop, Resize, Rotate, Select (ক্রপ, রিসাইজ, রোটেট, সিলেক্ট) এই চারটি অপশন বর্তমান। Crop অপশনটির সাহায্যে ছবির বা ইমেজের কোনো অংশ কাটা বা ক্রপ করে নেওয়া যায়। Resize অপশনটির সাহায্যে কোনো ছবির সাইজ বা আকার Change বা পরিবর্তন করা যায়। Rotate অপশনটির সাহায্যে কোনো ছবিকে বিভিন্ন দিকে ঘোরানো যায়। Select অপশনটির সাহায্যে ছবির কোনো অংশকে চতুর্ভুজ আকারে সিলেক্ট করা যায়।

Tools Command Group (টুলস কম্যান্ড গ্রুপ) : এই কম্যান্ড গ্রুপের মধ্যে রয়েছে Pencil, Eraser, Fill with color, Color picker, Text, Magnifier অপশন গুলি। পেইন্ট উইন্ডোর সাদা পেজে ছবি আঁকার জন্য দাগ কাটার ক্ষেত্রে Pencil (পেনসিল) ব্যবহার করা হয়। Eraser (ইরেজার) ছবির কোনো অংশ মোছার জন্য ব্যবহার করা হয়। ছবির কোনো অংশ রং করার জন্য Fill with color (ফিল উইথ কালার) ব্যবহার করা হয়। Color picker (কালার পিকার) এর সাহায্যে ছবির কোনো অংশের কালার বা রং তুলে অন্য কোনো অংশে বা অন্য কোনো ছবিতে ব্যবহার করা যায়। ছবির কোনো অংশে লেখার জন্য Text (টেক্সট) অপশনটি ব্যবহার করা হয়। পেইন্ট-এ আঁকা কোনো ছবিকে বড়ো করে দেখার জন্য Magnifier (ম্যাগনিফায়ার) অপশনটি ব্যবহার করা হয়।

Brushes Option (ব্রাশেস অপশন) : বিভিন্ন রকম ভাবে ছবিতে কালার (Color) বা রং করার জন্য ব্রাশ টুল ব্যবহার করা হয়।

Shapes Command Group (শেপস কম্যান্ড গ্রুপ) : এই কম্যান্ড গ্রুপের মধ্যে রয়েছে Shapes, Outline, Fill (শেপস, আউটলাইন, ফিল) এই তিনটি অপশন। Shapes এর মধ্যে থাকে Line (লাইন বা রেখা), Curve (কার্ভ বা বক্ররেখা), Oval (ওভাল বা ডিম্বাকৃতি), Rectangle (রেকট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র), Polygon (পলিগন বা বহুভুজ), Triangle (ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজ), Diamond (ডায়ামন্ড), Arrow (অ্যারো বা তীর চিহ্ন), Star (স্টার), Heart (হার্ট) ইত্যাদি। প্রয়োজন মতো এগুলিকে নিয়ে আমরা ছবির মধ্যে ব্যবহার করতে পারি।

Outline অপশনটি কোনো শেপের আউটলাইন পরিবর্তন করতে ব্যবহার করা হয়। Outline বিভিন্ন রকমের হয়, সেগুলি হল – Solid color, Crayon, Marker, Oil, Natural pencil, Watercolor.

Fill অপশনটি কোনো শেপের ভেতরের রং পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। Fill বিভিন্ন রকমের হয়, সেগুলি হল – Solid color, Crayon, Marker, Oil, Natural pencil, Watercolor.

Size Tool (সাইজ টুল) : Size টুল ব্যবহার করে Pencil, Eraser, Brushes ইত্যাদির সাইজ কমানো ও বাড়ানো যায়। চার রকমের সাইজ হয়ে থাকে – 1px, 3px, 5px, 8px.

Colors Command Group (কালারস কম্যান্ড গ্রুপ) : এই কম্যান্ড গ্রুপটির Color গুলি ব্যবহার করে পেইন্টে আঁকা ছবির মধ্যে Color বা রং করা হয় এই কম্যান্ড গ্রুপে চারটি পার্ট থাকে –

Color 1 (কালার ১) – এটি হল foreground color (ফোরগ্রাউন্ড কালার)এই অপশনটি ব্যবহার করে পেনসিলের রং, টেক্সটের রং, ব্রাশের রং, শেপসের আউটলাইনের রং ইত্যাদি বেছে নেওয়া যায়।

Color 2 (কালার ২) – এটি হল background color (ব্যাকগ্রাউন্ড কালার) এই অপশনটি ব্যবহার করে ইরেজারের রং (Eraser Color), শেপসের ভেতরের অংশের রং বেছে নেওয়া যায়।

Color Palette (কালার প্যালেট) – এই অংশ থেকে Color 1 (কালার ১) অর্থাৎ foreground color (ফোরগ্রাউন্ড কালার) এবং Color 2 (কালার ২) অর্থাৎ background color (ব্যাকগ্রাউন্ড কালার) পছন্দমতো বেছে নেওয়া যায়।

Edit colors (এডিট কালারস) – এই অপশন থেকে নিজের পছন্দমতো রং তৈরি করে নেওয়া যায় এবং সেটিকে ছবিতে ব্যবহার করা যায়।

View Ribbon : Home রিবনের পাশেই থাকে View রিবন। তিনটি Command Group (কম্যান্ড গ্রুপ) Zoom, Show or hide, Display (জুম, শো অর হাইড, ডিসপ্লে) নিয়ে View Ribbon গঠিত।

Zoom Command Group (জুম কম্যান্ড গ্রুপ) : View রিবনের Zoom কম্যান্ড গ্রুপে তিনটি অপশন বর্তমান, যথা – Zoom in, Zoom out, 100% (জুম ইন, জুম আউট, ১০০%) Zoom in টুলটি ব্যবহার করে কোনো Image বা ছবিকে বড়ো করে দেখা যায়। Zoom out টুলটি ব্যবহার করে কোনো Image বা ছবিকে ছোটো করে দেখা যায়। কোনো ছবিকে Zoom in অথবা Zoom out করে দেখার পর ঐ ছবিটিকে সাধারন আকারে নিয়ে আসার জন্য 100% টুলটি ব্যবহার করা হয়।

Show or hide Command Group (শো অর হাইড কম্যান্ড গ্রুপ) : এই কম্যান্ড গ্রুপে তিনটি অপশন (Option) রয়েছে, যথা – Rulers, Gridlines, Status bar. এই তিনটি অপশন এরই বামদিকে রয়েছে একটি করে চেকবক্স (Checkbox), ঐ চেকবক্সে ক্লিক করলে সংশ্লিষ্ট অপশন টি কাজ করে। Rulers অপশনটির চেকবক্সে ক্লিক করলে পেজের ওপরে এবং বামদিকে অর্থাৎ অনুভূমিক এবং উলম্ব (Horizontal and Vertical) ভাবে স্কেলের মতো অংশ বা রুলার দেখা যায়। Gridlines অপশনটির চেকবক্সে ক্লিক করলে পেজের মধ্যে গ্রাফ পেপারের মতো ছোটো ছোটো বক্স দেখা যায়। Status bar অপশনটির চেকবক্সে ক্লিক করলে পেজের নীচের দিকে স্ট্যাটাস বার (Status bar) দেখা যায়। এই স্ট্যাটাস বারে কারসার বা মাউস পয়েন্টারের অবস্থান, স্ক্রীনের মান ইত্যাদি দেখা যায়।

Display Command Group (ডিসপ্লে কম্যান্ড গ্রুপ) : এই কম্যান্ড গ্রুপে ২টি অপশন বর্তমান, Full screen এবং Thumbnail. Full screen অপশনে ক্লিক করে পেজটিকে তথা যেই অংশে ছবি আঁকা হয় অর্থাৎ ওয়ার্কিং এরিয়া (Working Area)-টিকে মনিটরের পুরো স্ক্রীন জুড়ে দেখা যায়। পেজের মধ্যে আঁকা ছবিটিকে Zoom in (জুম ইন) করলে সাধারণ উইন্ডোতে কেমন দেখতে হবে, তা দেখার জন্য Thumbnail ব্যবহার করা হয়।

Scroll Bar (স্ক্রল বার) : ওয়ার্কিং এরিয়ার নীচে এবং ডানদিকে Scroll Bar অবস্থান কর। ডানদিকে যে স্ক্রল বারটি থাকে সেটির নাম Vertical Scroll Bar (ভার্টিক্যাল স্ক্রল বার), যার সাহায্যে ওয়ার্কিং এরিয়াটিকে ওপর-নীচে করা যায়। আর নীচের দিকে যে স্ক্রল বারটি থাকে সেটির নাম Horizontal Scroll Bar (হরাইজন্টাল স্ক্রল বার), যার সাহায্যে ওয়ার্কিং এরিয়াটিকে পাশাপাশি ডানদিকে বা বাকদিকে সরানো যায়।

Post a Comment

0 Comments