Mock Test

শিক্ষার উন্নতির জন্য এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য "ডিজিটাল কলম" নিয়ে এলো অনলাইন "MOCK TEST". Covid 19 এর মতো পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ থাকার কারনে পড়াশোনা পিছিয়ে থাকবে কেন? তাই ডিজিটাল কলম শুরু করলো Class VI থেকে XII এর সমস্ত বিষয়ের ওপরে Online Mock Test. কোনদিন, কোন ক্লাসের, কোন বিষয়ে Mock test হবে তার বিস্তারিত নিচে দেওয়া থাকবে। Student রা তার পাশের Click Here -এ ক্লিক করে সেই বিষয়ের ওপর Mock Test দিতে পারবে।
(কিছু দিনের মধ্যে Student দের পাশাপাশি চাকরিপ্রার্থী বা যে কেউ এখানে Mock Test দিতে পারবে, তবে তাদের জন্য আলাদা Question এর ব্যবস্থা করা হবে। কাদের কবে Mock Test হবে তা নীচে বিস্তারিত দেওয়া থাকবে এবং Click Here এ ক্লিক করে Test দেওয়া যাবে।)

প্রণালী : 
  1. Click Here এ  ক্লিক করার পর নতুন একটি Page Open হবে।
  2. নতুন Page-এ নাম ও মোবাইল নাম্বার দেওয়ার জাইগায় নিজের নাম ও মোবাইল নাম্বার Enter করতে হবে। কিছু কিছু Mock Test এর ক্ষেত্রে ক্লাস Select করতে হবে।
  3. তারপর NEXT বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথেই Mock Test এর Question গুলি Open হবে।
  4. সেই Question বা প্রশ্ন গুলি ভালোভাবে পড়ে নেবে এবং যে Answer বা উত্তর টি তোমার ঠিক বলে মনে হবে সেটি Choose করবে।
  5. এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে, নিচে Submit বাটনে ক্লিক করে তোমার Mock Test টি Submit করবে
  6. Mock Test শেষ হওয়ার পর, তোমার দেওয়া উত্তর কটা ঠিক, কটা ভুল বা তুমি কতো Point (Number) পেলে তা View Score বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে।

নিয়মাবলী : 
  1. নিজের নাম ও মোবাইল নাম্বার দেওয়ার জায়গায় সঠিক নাম ও সঠিক মোবাইল নাম্বার Enter করবে। এবং Class এর জায়গায় সঠিক Class টি Choose করতে হবে।

Mock Test Links :
For any student, Subject : Computer Fundamentals (Set 1) - Click Here

Post a Comment

0 Comments