MS Paint কী? কীভাবে পেইন্ট চালু করতে হবে? পেইন্ট ওপেন করার তিনটি পদ্ধতি, জেনে নাও...

আমরা আগের পোস্টে Paint সম্পর্কে কিছু কিছু জিনিস জানতে পেরেছি। এই পোস্টে আমরা Paint সম্পর্কে বিস্তারিত কিছু জানবো।

প্রথমেই জানবো Paint কি? (What is Paint?)

    Paint (পেইন্ট) হল একটি জনপ্রিয় Application Software (অ্যাপ্লিকেশান সফটওয়্যার)। যার মাধ্যমে আমরা ড্রয়িং খাতায় রং-তুলি দিয়ে ছবি আঁকার পরিবর্তে মাউস (Mouse) ও কীবোর্ড (Key Board) দিয়ে কম্পিউটারে বিভিন্ন প্রকার আমাদের পছন্দমতো ছবি আঁকতে পারবো।

What is Paint? How to Open Paint software window in Computer? DIGITAL KALOM

এখন আমরা দেখবো Windows 10-Paint কীভাবে চালু করতে হবে? (How to open Paint Software?)

    Windows 10 অপারেটিং সিস্টেমে Paint চালু করার তিনটি পদ্ধতি রয়েছে, যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করে আমরা কম্পিউটারে Paint সফটওয়্যারটি ওপেন করবো।

পদ্ধতি ১ : আমরা প্রথমে ডেক্সটপ স্ক্রীনে দেখবো Paint অ্যাপ্লিকেশান সফটওয়্যার (Application Software)-টির আইকন (Icon) আছে নাকি। যদি থাকে তাহলে সেই আইকন (Icon)-টির ওপরে ডাবল ক্লিক (Double Click) করলেই Paint Window ওপেন হবে।

পদ্ধতি ২ : প্রথমে কম্পিউটারের ডেক্সটপ স্ক্রীনের নিচে বামদিকে স্টার্ট (Start) বাটনে ক্লিক করতে হবে।

    একটি তালিকা আসবে সেখানে Windows Accessories অপশনে ক্লিক করলে একটি তালিকা বা লিস্ট (List) আসবে। এই তালিকা থেকে Paint-এ ক্লিক করলে Paint Window ওপেন হবে।

পদ্ধতি ৩ : প্রথমে কম্পিউটারের ডেক্সটপ স্ক্রীনের নিচে বামদিকে স্টার্ট (Start) বাটনের ডানপাশে সার্চ বক্সে (Search Box)-এ (যেখানে লেখা আছে “Type here to search”) ক্লিক করতে হবে।

    তারপরে এখানে টাইপ করতে হবে ‘Paint’, Paint লেখার পর ওপরের দিকে ‘Paint’ অ্যাপ্লিকেশান সফটওয়্যারটি দেখা যাবে। তার ওপর ক্লিক (Click) করলেই Paint Window ওপেন হবে।

Paint Window (পেইন্ট উইন্ডো)-র বিভিন্ন অংশের নাম গুলি নীচে দেওয়া হল। বিস্তারিত পরের পোস্টে আলোচনা করা হয়েছে। (Windows 10 Operating System-এ)

è Title Bar (টাইটেল বার) - Paint Palette (পেইন্ট প্যালেট), Quick Access Toolbar (কুইক অ্যাক্সেস টুলবার), Control Button (কন্ট্রোল বাটন)।

è Menu Bar বা Ribbon Bar - File Menu (ফাইল মেনু), Home Ribbon (হোম রিবন), View Ribbon (ভিউ রিবন), Minimize the Ribbon, Paint Help.

è Command Group (কম্যান্ড গ্রুপ) – Clipboard (ক্লিপবোর্ড), Image (ইমেজ), Tools (টুলস্), Shapes (শেপস্), Colors (কালারস্), Zoom (জুম), Show or hide (শো অর হাইড), Display (ডিসপ্লে)।

è Rulers (রুলারস্), Scroll Bar (স্ক্রল বার), Status Bar (স্ট্যাটাস বার), Working Area (ওয়ার্কিং এরিয়া)।

(পরের পোস্ট আমরা দেখবো, টাইটেল বার, মেনু বার বা রিবন বার, কম্যান্ড গ্রুপ, রুলারস্, স্ক্রল বার, স্ট্যাটাস বার, ওয়ার্কিং এরিয়া সম্পর্কে বিস্তারিত।)

Post a Comment

0 Comments