কম্পিউটার আমরা সবাই চালাতে শিখে গেছি। এবার একটা দারুন মজার জিনিস- Paint (পেন্ট) শিখবো। Paint হল একটা Software. যে Software টির সাহায্যে আমরা বিভিন্ন ধরণের ছবি আঁকতে পারি। যে কোনো Program চালাতে গেলে প্রথমে টাস্কবারের বাম দিকে যে স্টার্ট বাটন (Start Button) টি রয়েছে, সেই Start Button-টিতে Click করতে হয়। সেরকম ভাবেই Windows 7-এ Paint সফটওয়্যার Open করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে।
=> প্রথমে টাস্কবারের বাম দিকের স্টার্ট বাটন-এ ক্লিক করতে হবে।
=> এরপর All Programs অপশনে ক্লিক করতে হবে।
=> এরপর Accessories অপশন এ ক্লিক করার পর Paint অপশন এ ক্লিক করতে হবে।
এখন কম্পিউটার স্ক্রীন-এ পেইন্ট সফটওয়্যার-এর Window টি ওপেন হবে।
পেন্ট সফটওয়্যার টির কাজ যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে প্রথমে পেন্ট উইন্ডোর বিভিন্ন অংশগুলির কাজ সম্পর্কে জানতে হবে।
পেন্ট উইন্ডোর বিভিন্ন অংশ -
টাইটেল বার (Title Bar) - উইন্ডোর একেবারে ওপরের দিকে দেখো, একটা সরু নীল বার দেখতে পাওয়া যাচ্ছে। এটাকে বলে টাইটেল বার (Title Bar)। টাইটেল শব্দের অর্থ নিশ্চয় জানো – পদবী, অর্থাৎ তোমার নাম এবং পদবী থেকে যেমন তোমার একটা পরিচয় পাওয়া যায়, এখানেও টাইটেল বার থেকে তুমি প্রোগ্রাম টির পরিচয় জানতে পারবে। নীচে দেওয়া ছবিটি ভালোভাবে দেখো –
টাইটেল বার-এ লেখা রয়েছে ‘Untitled Paint’ অর্থাৎ তুমি যে উইন্ডো টি খুলেছো সেটি পেন্ট (Paint) প্রোগ্রাম এর উইন্ডো। তুমি যদি পেন্ট প্রোগ্রাম না খুলে অন্য কোনো প্রোগ্রাম খুলতে তাহলে সেই প্রোগ্রামটির নাম Title Bar-এ দেখা যেত।
পেন্ট উইন্ডো-র মধ্যে তুমি যে সব ছবি আঁকবে সেগুলি যদি স্টোরেজ ডিভাইস (Storage Device)-এর মধ্যে অর্থাৎ হার্ড ডিস্ক (Hard Disk) বা CD (Compact Disk)-তে যত্ন করে রেখে না দাও, তাহলে তো তোমার কোনো বন্ধু তোমাদের বাড়িতে এলে তাকে এই ছবিগুলো তুমি দেখাতে পারবে না। তুমি যেই মাত্র পেন্ট প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে, তখনই ঐ ছবিগুলো মুছে যাবে। কিংবা ধরো, হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য লোডশেডিং হয়ে গেল, ব্যস, সব ছবি মুছে যাবে। তোমরা তো আগের পোস্ট গুলি থেকে জেনেছো যে প্রাইমারি মেমরি বা মেইন মেমোরি (Primary Memory or Main Memory)-র মধ্যে যে কোনো তথ্য সাময়িকভাবে জমা থাকে। কম্পিউটার বন্ধ করলেই প্রাইমারি মেমরিতে থাকা সমস্ত তথ্য মুছে যায়। সুতরাং কম্পিউটারে যে কাজই করি না কেন, সেটাকে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বা Secondary Memory-র মধ্যে জমা করে রাখা খুবই দরকার।
যেহেতু ওপরের আঁকা ছবিটি কোনোও স্টোরেজ ডিভাইস বা Memory-তে রাখা হয়নি সেই জন্য টাইটেল বার-এ Paint কথাটির আগে লেখা রয়েছে Untitled অর্থাৎ এখনও পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নি। যেই মাত্র তুমি ওটা স্টোরেজ ডিভাইস বা Memory-তে জমা করবে বা Save করবে, সেই সময় কম্পিউটার তোমার কাছ থেকে ঐ ছবিটির জন্য একটা নাম চাইবে। ধরো তুমি নাম দিলে Picture-1 তাহলে টাইটেল বার-এ আর Untitled কথাটি দেখতে পাওয়া যাবে না। দেখা যাবে Picture-1 Paint.
এখন এই নাম-ধাম দেওয়ার দরকার কী?
ধরো তোমাদের ক্লাস-এ তোমার যে বন্ধুরা রয়েছে তাদের কারোর কোনো নাম নেই। এখন যদি তোমার ক্লাসের শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন হয়, তোমার কোনো এক বন্ধু কে ডাকার, কী করবে? নাম তো নেই, যে নাম ধরে ডাকবে। তাহলে কী প্রত্যেকের কাছে গিয়ে ভালো করে তার মুখ দেখে তাকে খুঁজে বার করতে হবে। এটা কী কখনও সম্ভব? কিন্তু নাম যদি থাকত তাহলে ডাকা মাত্রই সে সামনে এসে হাজির হতো। কম্পিউটারে আঁকা ছবিটির ক্ষেত্রেও একই ব্যাপার। তা না হলে তোমার বন্ধু যখন তোমার বাড়িতে এসে ছবি গুলো দেখতে চাইবে তুমি খুঁজে বার করবে কি করে? কিন্তু নাম দেওয়া থাকলে, কম্পিউটার কে বলা মাত্র সে কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি গুলো খুঁজে বার করে দেবে।
মেনুবার (Menu Bar) বা রিবন বার (Ribbon Bar) - টাইটেল বার-এর ঠিক নিচেই যে সুরু বারটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটিকে বলা হয় মেনু বার (Menu Bar) বা রিবন বার (Ribbon Bar)। মেনু বার-এ Home, View লেখাগুলি দেখতে পাওয়া যাচ্ছে। এগুলি হল এক একটি রিবন (Ribbon) বা মেনু (Menu)। কোনো একটা মেনু বা রিবনে ক্লিক করলে সেই মেনু বা রিবনে থাকা অপশনগুলি দেখতে পাওয়া যাবে।
পরের পোস্টে আমরা এই অপশন গুলি সহ পেন্ট উইন্ডোটির আরও বেশ কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব।
0 Comments