মেমোরী বা স্টোরেজ ডিভাইস (Memory বা Storage Devices)
কম্পিউটার সিস্টেমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল Memory বা স্মৃতি। মেমোরীর মধ্যে তথ্য সঞ্চয় বা ষ্টোর করে রাখা হয় বলে মেমোরীকে স্টোরেজ ডিভাইস-ও বলা হয়। এই মেমোরী বা স্মৃতিটি কম্পিউটার এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কম্পিউটার সিস্টেমের যে অংশের মধ্যে কোনো ডেটা বা ইনফর্মেশন কিছুক্ষণের জন্য অথবা চিরকালের জন্য (অর্থাৎ Temporarily or Permanently) সঞ্চিত থাকে, কম্পিউটার এর সেই অংশকে মেমোরী বা স্মৃতি বলে। কম্পিউটারের মেমোরী সাধারনত বিট (Bit), বাইট (Byte), কিলোবাইট (Kilobyte), মেগাবাইট (Megabyte), গিগাবাইট (Gigabyte), টেরাবাইট (Terabyte) ইত্যাদি একক গুলির সাহায্যে পরিমাপ করা হয়।
আধুনিক যুগের কম্পিউটার সাধারনত 0 এবং 1 এই দুটি ডিজিট (Digit) বুঝতে পারে। কম্পিউটারের যেকোনো ধরনের তথ্য এই দুটি ডিজিটের সমন্বয়ে গঠিত হয় এবং সঞ্চিত হয়। এই 0 এবং 1 কে বিট (Bit) বলে। নিচে এককগুলি সম্পর্কে দেওয়া হল-
4 Bit = 1 Nibble
8 Bit = 1 Byte
1024 Byte = 1 Kilobyte (KB)
1024 Kilobyte = 1 Megabyte (MB)
1024 Megabyte = 1 Gigabyte (GB)
1024 Gigabyte = 1 Terabyte (TB)
আমরা বাজারে বিভিন্ন ধরনের মেমোরী দেখতে পায়। বিভিন্ন মেমোরীর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কম্পিউটারের মেমোরীকে চার ভাগে ভাগ করা হয়েছে। তার বিস্তারিত ওপরের ছবিতে পরিস্কার করে বোঝানো হয়েছে। ভাগগুলি হল নিম্নরূপ-
১. প্রাইমারি
মেমোরী (Primary Memory) বা মেইন মেমোরী (Main Memory)
২. সেকেন্ডারি
মেমোরী (Secondary Memory) বা অক্সিলিয়ারি মেমোরী (Auxiliary Memory)
৩. ক্যাশ মেমোরী (Cache Memory)
৪. ফ্ল্যাশ মেমোরী (Flash Memory)
প্রাইমারি মেমোরীকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে।
(i) RAM - Static RAM, Dynamic RAM
(ii) ROM - PROM, EPROM, EEPROM, UVPROM
সেকেন্ডারি মেমোরীকেও দুই ভাগে ভাগ করা হয়ে থাকে।
(i) Magnetic Media - Hard Disk (HDD), Floppy Disk
(ii) Optical Media - CD, DVD, Blue Ray Disk
সমস্ত মেমোরীর বিস্তারিত আলোচনা পরের পোস্টে দেওয়া রয়েছে। অথবা Direct ওপরের প্রাইমারি মেমোরী (Primary Memory) বা মেইন মেমোরী (Main Memory), সেকেন্ডারি মেমোরী (Secondary Memory) বা অক্সিলিয়ারি মেমোরী (Auxiliary Memory), ক্যাশ মেমোরী (Cache Memory), ফ্ল্যাশ মেমোরী (Flash Memory)-র যেকোনো লেখার ওপরে ক্লিক করে সেই মেমোরী সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবে।
0 Comments