প্রথম যখন - অচিন্ত্য কুমার সেনগুপ্ত || Prothom Jokhon - Achintya Kumar Sengupta (বাংলা কবিতা)

প্রথম যখনঅচিন্ত্য কুমার সেনগুপ্ত

প্রথম যখন দেখা হয়েছিল, করেছিল মৃদুভাষে

‘কোথায় তোমারে দেখেছি বলো তো,---কিছুতে মনে না আসে।’

             কালি পূর্ণিমা রাতে

ঘুমায়ে ছিলে কি আমার আতুর নয়নের বিছানাতে?

মোর জীবনের হে রাজপুত্র, বুকের মধ্যমণি,

প্রতি নিশ্বাসে শুনেছি তোমার স্তব্ধ পদধ্বনি!

তখনো হয়তো আঁধার কাটেনি, ---সৃষ্টির শৈশব,---

এলে তরুণীর বুকে হে প্রথম অরুণের অনুভব!’

            আমি বলেছিনু, ‘জানি,

স্তবগুঞ্জন তুলি তোরে ঘিরে হে মোর মক্ষিরানী!’

যাপিলাম কত পরশতপ্ত রজনী নিদ্রাহীন,

দুচোখে দুচোখ পাতিয়া শুধালে, ‘কোথা ছিলে এতদিন?’

            লঘু দুটি বাহু মেলে’

মোর বলিবার আগেই বলিলে : ‘যেয়ো না আমারে ফেলে।

আজি ভাবি বসে বহুদিন পরে ফের যদি দেখা হয়,

তেমনি দুচোখে বিশ্বাসাতীত জাগিবে কি বিস্ময়?

            কহিবে কি মৃদুহাসে,

‘কোথায় তোমারে দেখেছি বলো তো, কিছুতে মনে না আসে’।।


Post a Comment

0 Comments