মাধ্যমিক ২০২৩ এর ফলাফল, প্রথম পূর্ব মেদিনীপুর - Madhyamik Result 2023 West Bengal

    আজ ১৯ শে মে ২০২৩, শুক্রবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফল। ফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)-এর সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল ১০ টা সাংবাদিকদের মুখোমুখি আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন তিনি।

মাধ্যমিক ২০২৩ এর ফলাফল, প্রথম পূর্ব মেদিনীপুর - Madhyamik Result 2023 West Bengal (WBBSE)

    এবার পরীক্ষা শুরু হয়েছিলো ২৩ শে ফেব্রুয়ারী, শেষ হয়েছে ৪ঠা মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় এইবারের মাধ্যমিকের ফলপ্রকাশ হল। এই বছর মোট Enroll ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। পরীক্ষা দিয়েছে মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। তাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ২৫৩ জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ৬৮ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা পুরুষদের থেকে ২২ শতাংশ বেশি। মাধ্যমিক ২০২৩ এ মোট পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। ২০২২ এ পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ। রেজাল্টে এইবছর থাকছে QR Code.

    মোট ২ হাজার ৮৬৭ টি সেন্টারে মাধ্যমিক ২০২৩ এর পরীক্ষা হয়েছিলো।

    এবার পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা এবং পাশের হারে চতুর্থ স্থান করে নিয়েছ পশ্চিম মেদিনীপুর।

    এবারে প্রথম ১০ এ রয়েছে ১৬ টি জেলা থেকে ১১৮ জন ছাত্র-ছাত্রী। কোন স্থানে কতজন, তা নিচে দেওয়া হল -

প্রথম – ১ জন, দ্বিতীয় – ২ জন, তৃতীয় – ৬ জন, চতুর্থ – ৪ জন, পঞ্চম – ৯ জন, ষষ্ঠ – ১১ জন, সপ্তম – ১৯ জন, অষ্টম – ১৫ জন, নবম – ১৭ জন, দশম – ৩৪ জন।

    মাধ্যমিক ২০২৩ অর্থাৎ এইবার মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি (Devdutta Majhi), পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাশী চৌধুরানী হাই স্কুলের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৬৯৭ (৯৯.৫৭%)। দ্বিতীয় হয়েছে ২ জন, শুভম পাল (বর্ধমান মিউনিশিপাল হাই স্কুলের ছাত্র) এবং রিফাত হাসান সরকার (মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এর ছাত্র)। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%)। তৃতীয় হয়েছে ৬ জন, অর্ক মণ্ডল (টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল), সৌমদীপ মল্লিক (বেড়েচাম্পা দেউলিয়া উচ্চ বিদ্যালয়), মহম্মদ সারবার ইমতিয়াজ (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা), মাহির হাসান (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা), স্বরাজ পাল (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা) এবং অর্ঘদ্বীপ সাহা (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা)। সকলেরই প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%)।

    বেলা ১২ টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফল জানা জাচ্ছে।

Post a Comment

0 Comments