পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ (Higher Secondary Examination 2023)-এর ফলাফল (Result) প্রকাশিত হল আজ ২৪ শে মে, ২০২৩ বুধবার। ফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বেলা ১২ টার কিছু সময় পরে আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিক (HS 2023)-এর ফল প্রকাশ করেন তিনি। পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শুরু হয়েছিল ১৪ই মার্চ, ২০২৩ এবং শেষ হয়েছিল ২৭শে মার্চ, ২০২৩।
এই বছর মোট Enroll ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষা দিয়েছে ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন ছাত্র ছাত্রী। পাশ করেছে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন ছাত্র-ছাত্রী (৮৯.২৫%)। মোট পাশের মধ্যে ছাত্রদের পাশের হার ৯১.৮৬% এবং ছাত্রীদের পাশের হার ৮৭.২৬%।
এবারে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় দক্ষিন ২৪ পরগনা। এবারে ৬০ শতাংশের ওপরে নাম্বার পেয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন এবং ৮০ শতাংশের ওপরে নাম্বার পেয়েছে ৫২ হাজার ৮৭৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম ১০শে রয়েছে ৮৭ জন ছাত্র-ছাত্রী, তার মধ্যে হুগলী জেলা থেকে সবথেকে বেশি জন রয়েছে। প্রথম দশে হুগলী জেলা থেকেই রয়েছে ১৮ জন। ৮৭ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৬ জন ও ছাত্রীর সংখ্যা ৪১ জন। কোন স্থানে কতজন রয়েছে, তা নিচে দেওয়া হল -
প্রথম – ১ জন, দ্বিতীয় – ২ জন, তৃতীয় – ৪ জন, চতুর্থ – ৩ জন, পঞ্চম – ৫ জন, ষষ্ঠ – ১২ জন, সপ্তম – ১৪ জন, অষ্টম – ১১ জন, নবম – ১৮ জন, দশম – ১৭ জন।
উচ্চ মাধ্যমিক ২০২৩ অর্থাৎ এইবারে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শ্রুভাংশু সর্দার। তার প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২০%)। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে ২ জন, সুষমা খান (বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া) এবং আবু সামা (রামকৃষ্ণ প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুল, উত্তর দিনাজপুর)। তৃতীয় স্থানে ৪ জন, পিয়ালী দাস, শ্রেয়া মল্লিক, আনুসুয়া সাহা এবং চন্দ্রবিন্দু মাইতি, এদের চারজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৪।
ফলাফল জানা যাবে দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে।
আগামী ৩১ শে মে ২০২৩ সকাল ১১ টা থেকে ৫৫ টি কেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশীট ও সার্টিফিকেট (Marksheet and Certificate) তুলে দেওয়া হবে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মার্কশীট ও সার্টিফিকেট ঐ দিনেই যাতে ছাত্র-ছাত্রীরা হাতে পেয়ে যায়, তার আনুরোধ করেছেন তিনি। এবার মার্কশীট ও সার্টিফিকেটে থাকছে QR Code. তিনি এও জানান আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারী এবং শেষ হবে ২৯শে ফেব্রুয়ারী। তবে এবছরের মতো পরের বছরে একই সময়ে পরীক্ষা হবে না। এবছর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ পর্যন্ত পরীক্ষা হয়েছিল। পরের বছর পরীক্ষা হবে বেলা ১২ টা থেকে বিকাল ৩ টা ১৫ পর্যন্ত।
ডিজিটাল কলমের পক্ষ থেকে সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সু-উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
0 Comments