আজ শুক্রবার (৩ জুন, ২০২২) প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)-এর এই বছরের অর্থাৎ ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ৯টায় ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি মাননীয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
করনার জন্য করনাকালে অফলাইন পরীক্ষা বন্ধ ছিল। করনা পরিস্থিতি কাটিয়ে এই বছর হয় অফলাইন পরীক্ষা। পরীক্ষা শুরু হয়েছিল ৭ই মার্চ। পরীক্ষার ফল প্রকাশ হল ৭৯ দিনের মাথায়। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ১০লক্ষ ৯৮হাজার ৭৭৫জন, পাশ করেছে ৯লক্ষ ৪৯হাজার ৯২৭জন।
এইবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, পাশের হার ৯৭.৬৩ শতাংশ। পাশের হারে দ্বিতীয় কালিম্পং, পাশের হার ৯৪.৭১ শতাংশ। পাশের হারে তৃতীয় পশ্চিম মেদিনীপুর, পাশের হার ৯৪.৬২ শতাংশ। পাশের হারে চতুর্থ স্থানে কলকাতা।
এই বছরে কোনো
ফলাফল Incomplete নেই বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি এটাও জানিয়েছেন যে, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২৩শে ফেব্রুয়ারী, পরীক্ষা চলবে ০৪ মার্চ পর্যন্ত।
এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছে অর্ণব ঘড়াই এবং রৌনক মণ্ডল, দুজনের প্রাপ্ত নম্বর ৬৯৩। অর্ণব ঘড়াই বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং রৌনক মণ্ডল বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছে রৌনক মণ্ডল এবং কৌশিকী সরকার, এদের দুজনের প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় হয়েছে অনন্যা দাশগুপ্ত এবং দেবশিখা প্রধান, দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১।
এই বছর অর্থাৎ ২০২২-এ মাধ্যমিকে ১ থেকে ১০শে মোট ১১৪জন রয়েছে, কতজন কোন স্থানে, তা নীচে দেওয়া হল–
প্রথম – ৬৯৩ (২জন)
দ্বিতীয় – ৬৯২ (২জন)
তৃতীয় – ৬৯১ (২জন)
চতুর্থ – ৬৯০ (৪জন)
পঞ্চম – ৬৮৯ (১১জন)
ষষ্ঠ – ৬৮৮ (৬জন)
সপ্তম – ৬৮৭ (১০জন)
অষ্টম – ৬৮৬ (২২জন)
নবম – ৬৮৫ (১৫জন)
দশম – ৬৮৪ (৪০জন)


0 Comments