আজ ২২শে জুলাই, ২০২১ বৃহস্পতিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ-মাধ্যমিকের ফলাফল। আজ বিকাল ৩ টায় বিদ্যাসাগর ভবন থেকে ফল প্রকাশ করেন উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয়া মহুয়া দাস।
করোনার কারণে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকও এইবার নেওয়া হুয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে এবার।
এইবার ৮ লক্ষ ১৯ জন ২০২ জন পরীক্ষার্থী ছিল। এই বার মাধ্যমিকে ১০০ শতাংশ পাস থাকলেও, উচ্চ-মাধ্যমিকে মোট পাসের হার কিছুটা কম - ৯৭.৬৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯৭.৭০ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার প্রায় একই। এই বছর অর্থাৎ ২০২১ সালের উচ্চ-মাধ্যমিকে প্রথম হয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী, তার প্রাপ্ত নম্বর ৪৯৯। জানা গিয়েছে ৫০০-র মধ্যে ৪৯৯ একজনই পেয়েছে। এইবারের উচ্চ-মাধ্যমিকের প্রথম দশে রয়েছে ৮৬ জন পরীক্ষার্থী। ৯০% থেকে ১০০% নম্বর পেয়েছে ৯০১৩ জন পরীক্ষার্থী। A+ পেয়েছে ৪৯৩৭০ জন, A পেয়েছে ৯৫৭৫৮ জন, B+ পেয়েছে ১৬৫১৮৬ জন পরীক্ষার্থী। সবমিলিয়ে ৩ লক্ষের ওপরে ফার্স্ট ক্লাস পেয়েছে। এইবারে কোনো মেধাতালিকা প্রকাশ করা হল না।
বিকাল ৪ টা থেকে ওয়েবসাইট এ জানা যাবে ফল।
ওয়েবসাইট গুলি হল -
www.wbresults.nic.in
www.exametc.com
www.abpeducation.com
www.indiaresults.com
www.jagranjosh.com
www.results.shiksha
www.news18bangla.com
www.westbengal.shiksha
0 Comments