উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট আউট, সর্বোচ্চ নাম্বার ৪৯৯, পেয়েছে মুর্শিদাবাদের ছাত্রী

আজ ২২শে জুলাই, ২০২১ বৃহস্পতিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ-মাধ্যমিকের ফলাফল। আজ বিকাল ৩ টায় বিদ্যাসাগর ভবন থেকে ফল প্রকাশ করেন উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয়া মহুয়া দাস।

WBCHSE (West Bengal Council of Higher Secondary Education) 2021 Result Out During Corona Pandemic - Digital Kalom

করোনার কারণে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকও এইবার নেওয়া হুয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে এবার।

এইবার লক্ষ ১৯ জন ২০২ জন পরীক্ষার্থী ছিল। এই বার মাধ্যমিকে ১০০ শতাংশ পাস থাকলেও, উচ্চ-মাধ্যমিকে মোট পাসের হার কিছুটা কম - ৯৭.৬৯ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯৭.৭০ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার প্রায় একই। এই বছর অর্থাৎ ২০২১ সালের উচ্চ-মাধ্যমিকে প্রথম হয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী, তার প্রাপ্ত নম্বর ৪৯৯। জানা গিয়েছে ৫০০-র মধ্যে ৪৯৯ একজনই পেয়েছে। এইবারের উচ্চ-মাধ্যমিকের প্রথম দশে রয়েছে ৮৬ জন পরীক্ষার্থী। ৯০% থেকে ১০০% নম্বর পেয়েছে ৯০১৩ জন পরীক্ষার্থী। A+ পেয়েছে ৪৯৩৭০ জন, A পেয়েছে ৯৫৭৫৮ জন, B+ পেয়েছে ১৬৫১৮৬ জন পরীক্ষার্থী। সবমিলিয়ে ৩ লক্ষের ওপরে ফার্স্ট ক্লাস পেয়েছে। এইবারে কোনো মেধাতালিকা প্রকাশ করা হল না।

বিকাল ৪ টা থেকে ওয়েবসাইট এ জানা যাবে ফল।

ওয়েবসাইট গুলি হল -

www.wbresults.nic.in

www.exametc.com

www.abpeducation.com

www.indiaresults.com

www.jagranjosh.com

www.results.shiksha

www.news18bangla.com

www.westbengal.shiksha

Post a Comment

0 Comments