প্রকাশিত হল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার ফল, প্রথম - ৬৯৭, পাশের হার - ১০০%

আজ ২০ই জুলাই, ২০২১ (মঙ্গলবার) প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের এই বছরের অর্থাৎ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার ফল (West Bengal MP Result 2021)। ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি মাননীয় কল্যানময় গঙ্গোপাধ্যায়। সকাল ৯টায় প্রেস মিটের মাধ্যমে ফল প্রকাশ করলেন তিনি।

WBBSE (West Bengal Board of Secondary Education) 2021 Result Out During Corona Pandemic - Digital Kalom

যেহেতু এই বছর কোভিডের কারণে পরীক্ষা বাতিল হয়, তাই মাধ্যমিক পরীক্ষা ২০২১-এ ১০০শতাংশ ছাত্র-ছাত্রীই পাশ করল। এই বছরে ৬৯৭ নাম্বার পেয়ে প্রথম হয়েছে ৭৯ জন। আগের বছরের মাধ্যমিকে ৮৬ শতাংশ ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়েছিল।

এইবারে কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি। নবম শ্রেণীর প্রাপ্ত নাম্বার এবং ইন্টারনাল ফরম্যাটিং এভুলিউশান নিয়ে ২০২১ সালের অর্থাৎ এই বারের মার্কশীট তৈরি করা হয়েছে।

যদি কোনো ছাত্র বা ছাত্রী প্রাপ্ত নাম্বার-এ খুশি না হয়, তাহলে সেই ছাত্র বা ছাত্রী পরিক্ষায় বসতে পারবে, সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার পর যে নাম্বার পাবে সেটাই ফাইনাল বলে ধরা হবে এবং আগের প্রাপ্ত নাম্বার বাতিল হবে বলে জানিয়েছে পর্ষদ।

আজই ৪৯টি ক্যাম্প অফিস থেকে স্কুল গুলির হাতে মার্কশীট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে অ্যাডমিট কার্ডও। স্কুল গুলি থেকে আজই অভিভাবক দের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা হাতে পেয়ে যাবে তাদের মার্কশীট ও সার্টিফিকেট।

ছাত্র-ছাত্রীরা সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। ওয়েবসাইট এর মাধ্যমে ফল জানার জন্য রেজিস্ট্রেশান নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে।

ওয়েবসাইট গুলি হল -

www.wbresults.nic.in

www.wbbse.org

www.exametc.com

www.anandabazar.com

www.telegraphindia.com

www.abpeducation.com

www.indiaresults.com

www.jagranjosh.com

www.result.shiksha

www.news18bangla.com

www.24ghanta.com

wb10abplive.com

Post a Comment

0 Comments