বর্তমান সমাজ জীবনে কম্পিউটার ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। আধুনিক সমাজে দৈনন্দিন কাজে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরক্ষ ভাবে কম্পিউটার এর ব্যবহার লক্ষ করা যায়। বর্তমান সমাজে কম্পিউটার যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় সেইসব ক্ষেত্র গুলি আমরা তুলে ধরছি।
১. শিক্ষাক্ষেত্র (Education) : শিক্ষাক্ষেত্রে কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটারে ডি.টি.পি (DTP)-এর মাধ্যমে অ্যাডমিট তৈরি, মার্কশীট তৈরি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি, বই তৈরি, পত্রিকা, প্রকাশনা ইত্যাদি কাজ গুলি খুব সহজেই করা যায়। বিভিন্ন পরীক্ষার উত্তর পত্র (OMR Sheet) মূল্যায়নের কাজে কম্পিউটার এর অবদান রয়েছে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাজে কম্পিউটার এর অবদান সর্বজনস্বীকৃত। এছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন তথ্য সঞ্চয় ও লাইব্রেরির বইয়ের হিসাব রাখতে কম্পিউটার এর গুরুত্ব অপরিসীম।
২. চিকিৎসাক্ষেত্র (Medical Science) : আধুনিক চিকিৎসায় সিটি স্ক্যান, (CT Scan) এম.আর.আই (MRI), আলট্রাসনোগ্রাফি (Ultrasonography)-তে যে যন্ত্রগুলি ব্যবহার হয় সেগুলি সবই কম্পিউটার দ্বারা পরিচালিত এবং এগুলির মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয়ে কম্পিউটার এর অবদান রয়েছে। এছাড়াও চিকিৎসাক্ষেত্রে বহুকাজে কম্পিউটার ব্যবহারের ফলে কাজগুলি দ্রুত সফলভাবে সম্পন্ন হচ্ছে।
৩. ব্যবসাবানিজ্য (Business) : বর্তমানে ব্যবসা-বানিজ্যে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোটো খাটো ব্যবসা থেকে বড় ব্যবসা, সব ক্ষেত্রেই বিভিন্ন ধরনের হিসাব যেমন লেনদেনের হিসাব, মালপত্রের হিসাব ইত্যাদি কম্পিউটার এর সাহায্যে খুব সহজেই করা হয়।
৪. বিজ্ঞান গবেষণা (Scientific Research) : বিজ্ঞানীদের গবেষণার কাজে কম্পিউটার সিস্টেমর গুরুত্ব অপরিসীম। আবহাওয়া, মহাকাশ গবেষণা ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানীরা কম্পিউটার ব্যবহার করে থাকেন।
৫. খেলাধুলা ও বিনোদন (Entertainment) : বর্তমানে বিনোদন জগতে কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞাপন (Advertisement), সিনেমা (Cinema), কার্টুন ভিডিও (Cartoon Video), অ্যানিমেশন (Animation) ইত্যাদি তৈরির ক্ষেত্রে কম্পিউটার এর ব্যবহার লক্ষ্য করা যায়।
৬. যোগাযোগ ব্যবস্থা (Communication) : আধুনিক যুগে সেকেন্ডের মধ্যে যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম হল ইন্টারনেট ও ইমেইল। কম্পিউটার এর সাহায্যে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্তে বসে থাকা মানুষের সাথে কিছুক্ষণের মধ্যেই খুব সহজেই যোগাযোগ করা যায়। এছাড়াও ইমেইল ব্যবহার করে কম্পিউটার এর সাহায্যে বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষকে বিভিন্ন ধরনের তথ্য আদানপ্রদান সম্ভব।
৭. প্রশাসনিক কাজকর্ম (Administrative Work) : বর্তমানে সমস্ত দেশেই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রে প্রশাসনিক কাজে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে অডিও-ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম সম্পাদনে কম্পিউটার ব্যবহার হয়ে থাকে।
৮. ডেটা প্রসেসিং (Data Processing) : এলোমেলো অর্থবিহীন ডেটাকে (Raw Data) প্রসেস (Process) করে অর্থপূর্ণ তথ্যে (Information) পরিনত করতে কম্পিউটার এর গুরুত্ব সর্বজনস্বীকৃত।
এখন হাসপাতাল, ব্যাঙ্ক, মার্কেটিং ইত্যাদি জায়গায় কম্পিউটার এর ব্যবহার সর্বজনস্বীকৃত। এছাড়াও বিভিন্ন ছোটো-বড়ো কাজকর্মেও এখন কম্পিউটার ব্যপকভাবে ব্যবহার করা হচ্ছে।
-------------------------
পোস্টটি প্রয়োজনীয় হলে বা আপনাদের কাজে লাগলে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইলো। এছাড়াও নিচের কমেন্ট বক্সে কমেন্টও করতে অনুরোধ করছি। ধন্যবাদ।
0 Comments