“কম্পিউটার”, এই শব্দটি বর্তমান যুগে দৈনন্দিন জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ শব্দ। বর্তমানের এই ডিজিটাল যুগে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম্পিউটার সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে – কম্পিউটার কি?
কম্পিউটার হলো দ্রুতগতিসম্পন্ন একটি বৈদ্যুতিন যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ মেনে সংশ্লিষ্ট নির্দেশ অনুযায়ী খুব দ্রুত কাজ করতে পারে। কম্পিউটার (COMPUTER) শব্দটির সাধারন অর্থ হল গণনাকারী যন্ত্র। এককথায় বলতে গেলে বলতে হয় কম্পিউটার একটি গনক যন্ত্র। ল্যাটিন (Latin) শব্দ “Compute” থেকে Computer শব্দের উতপত্তি হয়েছে। এই “Compute” শব্দটির অর্থ গননা করা বা হিসাব নিকাশ করা। আগেই বললাম যে কম্পিউটার শব্দটির সাধারন অর্থ হল গণনাকারী যন্ত্র, কিন্তু বর্তমানে কম্পিউটার এতো ব্যাপকতা লাভ করেছে যে, কম্পিউটার কে আর শুধুমাত্র গণনাকারী যন্ত্র বলা যায় না। স্থান বিশেষে বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তার বিস্তারিত আলোচনা পরের পোস্টে পাওয়া যাবে।
কম্পিউটার এর আবিস্কারক কে?
![]() |
Image Source : britannica |
১৮৮৭ সালে ডাক্তার হারমান হল্লেরিথ (Dr. Herman Hollerith) চার্লস ব্যাবেজের মূলনীতি নিয়ে গবেষণা শুরু করেন। পরিবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীগণ ব্যাবেজের এই প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছিলেন।
0 Comments