জন ভন নিউম্যান আর্কিটেকচার / ধারনা (John Von Neumann Architecture)

বর্তমানে আমরা যেসমস্ত কম্পিউটার ব্যবহার করি অর্থাৎ আধুনিক কম্পিউটার এর নকশা (Design) তৈরি হয়েছে বিজ্ঞানী জন ভন নিউম্যানের ধারনার ওপর ভিত্তি করে। জন ভন নিউম্যানের ধারনার ওপর নির্ভর করে আধুনিক কম্পিউটার এর নকশা তৈরি করা হয়েছে বলে একে “জন ভন নিউম্যান আর্কিটেকচার” (Jhon Von Neumann Architecture) বলা হয়। তিনি যে নকশার ধারনা দিয়েছিলেন তার বৈশিষ্ট্য গুলি নিম্নরূপ –

  •  এই যন্ত্রে প্রোগ্রাম ও ডেটা (Program & Data) একই মেমোরি ইউনিট (Memory Unit)-এ সংরক্ষিত থাকত।
  •  এতে নির্দেশাবলী (Instruction) গুলি পরপর সম্পাদন হত।
  •  এতে ইনপুট ইউনিট (Input Unit) এবং অউটপুট ইউনিট (Output Unit) বিদ্যমান ছিল।
  •  কোনো ডেটার গাণিতিক (Arithmetic) ও যুক্তিমূলক (Logical) অপারেশান করার জন্য একটি ইউনিট থাকে, যার নাম অ্যারিথমেটিক লজিক ইউনিট (Arithmetic Logic Unit) এবং ALU (Arithmetic Logic Unit) কে নির্দেশ পাঠানো সহ পুরো কম্পিউটার সিস্টেমটিকে নিয়ন্ত্রন করে থাকে কন্ট্রোল ইউনিট (Control Unit)। এই ALUCU (Control Unit) একত্রিত হয়ে তৈরি করবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU (Central Processing Unit), যা কম্পিউটার এর খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং ইহা কম্পিউটার এর মস্তিষ্ক হিসাবে কাজ করবে।
John Von Neumann Architecture // ডিজিটাল কলম


Post a Comment

0 Comments